Loading...
ড. সালিম সাবরিন
লেখকের জীবনী
ড. সালিম সাবরিন (Dr. Salim Sabrin)

তিনি একই সঙ্গে বরেণ্য শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী। তবে আমার কাছে তিনি অবশ্যই বাংলাদেশের একজন উল্লেখযোগ্য কবি। মিশ্রসংস্কৃতির প্রতি টান যেমন তেমনি অবশ্য বিবেচনায় স্থান পায় বাংলা কবিতার পরম্পরা এবং ধারাবাহিকতায়। প্রবল ভাঙাগড়ার মধ্যে নতুন করে পাঠকের সামনে তিনি নিজেকে হাজির করেন। ভাষা-বিজ্ঞানী বলেই তিনি শব্দের অবস্থানকে চিহ্নিত করেন মাতাল মানচিত্রের মধ্যে, পারিপার্শ্বিকতাকে ছুঁয়ে ছুঁয়ে সামগ্রিকতার মধ্যে। সংগ্রাম, স্বপ্ন আর প্রেম তাঁর সহযাত্রী। আমার দৃঢ় বিশ্বাস উৎস প্রকাশন প্রকাশিত তাঁর কবিতাসমগ্র গ্রন্থে এই পরিচয় লাভ করবেন পাঠক।