Loading...
ড. মুহাম্মদ আবুল কাসেম
লেখকের জীবনী
ড. মুহাম্মদ আবুল কাসেম (Dr. Muhammad Abul Kasem)

ড. মুহাম্মদ আবুল কাসেম একজন গবেষক, লেখক, কবি ও সমাজচিন্তাবিদ। তিনি ১৯৮৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে এম.এস.এস এবং ১৯৯৫ সালে ‘ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল এক্সচেঞ্চ বৃত্তির অধীনে রবীন্দ্র। ভারতী বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি ডিগ্রী অর্জন করেন। তিনি সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক-ব্রুকলীন কলেজে কম্পিউটার এন্ড ইনফরমেশন সায়েন্স’-এম এস, প্রােগ্রামে অধ্যয়ন করেন। ইতােমধ্যে শিক্ষা, সমাজ, দর্শন ও বিজ্ঞান বিষয়ে তাঁর ছয়টি গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশিত হয়েছে। কবিতার দর্পণে তিনি লেখেন, ‘বেঁচে থাকি ইচ্ছেমতাে উড়াল দিয়ে | স্মৃতিরাঙা ঘনছায়াময় বাংলার মহুয়া বনে’ (মাতৃভূমি), সমাজ-অসংগতির প্রতিবাদে বলেন, 'ছুঁড়ে মারাে। দীর্ঘশ্বাসের কালাে ফুল | অত্যাচারীর বুকে-সৃষ্টির সাজানাে উদ্যানে চাষ করে যারা স্বৈরাচারের উন্মাদনা (কাঁটার ক্ষত)। সুশীলসমাজ বিনির্মাণের স্বপ্নে বিভাের ড. কাসেম দেশ-বিদেশের একজন পরিচিত মুখ। VOICE OF AMERICA এবং নিউ ইয়র্কস্থ WNYE রেডিও/টিভি স্টুডিও প্রচার করেছে তার সাক্ষাৎকার। তিনি ইসলামিক আর্টস এন্ড সায়েন্স মিউজিয়াম-বাংলাদেশ স্থাপনে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘ইসলামিক সমাজতত্ত্ব’ একটি। স্বতন্ত্র কোর্স প্রােফাইল তৈরীর নিমিত্তে কাজ করছেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কস্থ ‘স্যানফোর্ড ব্রাউন ইনস্টিটিউট’-এ কম্পিউটার শিক্ষক হিসেবে কর্মরত। ড. কাসেম ডিগনিটি গােল্ড মেডেলে সম্মানিত। এই গ্রন্থের কবিতাগুলাে ‘Poetry for Peace' প্রােগ্রামের অন্তর্ভুক্ত।

ড. মুহাম্মদ আবুল কাসেম এর বইসমূহ