Loading...
ড. মো: তাজ উদ্দিন
লেখকের জীবনী
ড. মো: তাজ উদ্দিন (Dr. Md. Tajuddin)

মাে. তাজউদ্দিন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। স্থানীয় উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৮ সালে। মাধ্যমিক বিদ্যালয় সাটিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি কিশােরগঞ্জ জেলার গুরুদয়াল। কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে ইংরেজি সাহিত্য এবং পরে এডুকেশনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ভারতের বরােদা বিশ্ববিদ্যালয় থেকে। এডুকেশনে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দীর্ঘদিন কর্মরত থেকে ২০০৯ সালে উপপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। বর্তমানে আইন পেশায় কর্মরত আছেন। কর্মজীবনে প্রাথমিক শিক্ষার ওপর বেশ কিছু। গবেষণা সমাপ্ত করেন । তিনি পদার্থ বিজ্ঞান ও | গণিতের আদি বিষয়গুলাে পর্যালােচনা করেন। এবং আইনস্টাইনের আপেক্ষিকবাদ ও ঐক্যবদ্ধ সূত্র নিয়ে গবেষণায় মনােযােগী হন। তিনি । গণিতবিদ রীম্যানের তিন মাত্রিক টেন্সর জ্যামিতিকে গােলকীয় জ্যামিতি রূপে প্রকাশ । করেন এবং সােয়ার্জচাইল্ড ব্যাসার্ধের ব্যাখ্যা। প্রদান করেন। তিনি আইনস্টাইনের ঐক্যবদ্ধ মতবাদকে প্রতিষ্ঠা করেন। তার কিছু গবেষণাপত্র আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে প্রকাশিত হয়েছে।