Loading...
ড. মফিজ চৌধুরী
লেখকের জীবনী
ড. মফিজ চৌধুরী (Dr. Mafiz Chowdhury)

ড. মফিজ চৌধুরী (অনুবাদক) মওলানা ভাসানী এবং বঙ্গবন্ধুর ভাবশিষ্য বিজ্ঞানী, রাজনীতিবিদ, এদেশে সাইকেল ও ট্যানারি শিল্পের পথিকৃৎ-প্রতিষ্ঠাতা ড. মফিজ চৌধুরী স্বাধীনতার পর প্রথম মন্ত্রিসভার সদস্য। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রতিনিধি হিসেবে জাতিসংঘে যােগদান করেন। ড. মফিজ (উদ্দিন আলি মুহম্মদ) চৌধুরী বিজ্ঞান ও সাহিত্যকে ভিন্নভাবে দেখেননি। যার সাক্ষর প্রবন্ধগ্রন্থ ‘দুর্নীতি : বিপ্লব ও সমকালীন প্রসঙ্গ। লেখালেখি জগতে তার নানামুখী বিচরণ ছিল। প্রায় ১১টি বিদেশী ভাষা লিখতে বলতে পড়তে জানতেন। অনুবাদে ছিলেন সিদ্ধহস্ত। তিনি উইলিয়াম শেক্সপীয়রের ৬টি ট্র্যাজিডি নাটকসহ গ্রীক নাটক, কোরিয়ার কবিতা, উর্দু কবিতা ইত্যাদি অনুবাদক্ষেত্রে খুবই সুনামের অধিকারী ছিলেন।