ডাঃ এজাজ। জন্ম ১৯৬১ ইংরেজী। বাবা শাহ ইয়াসিন। মা ফজিলাতুন নেছা। বাড়ী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার মহিষবান্ধি গ্রামে। এমবিবিএস। বিসিএস। ডিএনএম। নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ। ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান ছিলেন। এখন অবসরে। হুমায়ূন আহমেদ স্যারের স্নেহ ধন্য। অভিনয়ে যতটুকু সফলতা, তার সবটুকু হুমায়ূন আহমেদ স্যারের জন্য।