Loading...
দীপঙ্কর গৌতম
লেখকের জীবনী
দীপঙ্কর গৌতম (Dipongkor Goutum)

দীপংকর গৌতম কবি, প্রাবন্ধিক, গবেষক। জন্ম গােপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। পেশায় সাংবাদিক। শৈশব থেকে পারিবারিকভাবেই বাম মতাদর্শের সঙ্গে পরিচয়। বাংলাদেশের বামপন্থী রাজনীতির সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্টভাবে যুক্ত । শিল্প-সংস্কৃতির সব শাখায়ই তাঁর বিচরণ রয়েছে। লিখেন দেশ-বিদেশের কাগজে। কবিতা, প্রবন্ধ, অনুবাদ, গবেষণাসহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২টি। তার মধ্যে মেঘবিচ্ছেদ, মেঘ বলি কাকে, ব্রাত্যজনের ভাষা, ভাষা ও নদী বৃত্তান্ত, নিম্নবর্গের মানুষের আত্মরক্ষার প্রতিবেদন, আদিবাসী গণসংগ্রাম, গণসঙ্গীত সংগ্রহ, পাঁচালী সংগ্রহ তাঁর গুরুত্বপূর্ণ কাজ। আড্ডাবাজ ও খেয়ালী এই মানুষটি সৎ, নিষ্ঠ ও নির্মোহ । সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। সাংবাদিকতা-সাহিত্যসংস্কৃতির বাইরে কোনাে চিন্তা করেন না।