Loading...
ক্যাপটেন শামস উজ জামান
লেখকের জীবনী
ক্যাপটেন শামস উজ জামান (Captain Shams Uz Zaman)

ক্যাপ্টেন শামস উজ জামান পঞ্চাশের দশকের মাঝামাঝি সময় বরিশাল বিভাগের দক্ষিণে অবস্থিত এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন। কৈশোরে তিনি রাজশাহী ক্যাডেট কলেজে লেখাপড়া করেন। পরে বাংলাদেশ মেরিন একাডেমী থেকে গ্রাজুয়েশন করে বিদেশগামী সামুদ্রিক জাহাজের অফিসার থাকা কালিন, যুক্তরাজ্য এবং হংকং থেকে প্রফেশনাল বিষয়ের উপর উচ্চতর লেখাপড়া করেন। সবশেষে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের কর্ক ইন্সটিটুট অফ টেকনোলজিতে অধ্যায়ন শেষে মাস্টার মেরিনার সনদ লাভ করে জাহাজের ক্যাপ্টেন হিসাবে কাজ করেন। বর্তমানে তিনি মেরিন প্রফেশনের বিভিন্ন শাখায় মেরিন সার্ভে, অডিট, কনসালটেন্সি করার পাশাপাশি অন্যান্য ব্যাবসার সাথে জড়িত।

ক্যাপটেন শামস উজ জামান এর বইসমূহ