Loading...
বিগ্রেডিয়ার জেনারেল প্রফেসর ডা. নাজমা বেগম নাজু
লেখকের জীবনী
বিগ্রেডিয়ার জেনারেল প্রফেসর ডা. নাজমা বেগম নাজু (Brigadier General Professor Dr. Najma Begum Naju)

ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম নাজু একজন মিলিটারি চিকিৎসক তিনি। আর্মি মেডিকেল কোরের হেলথ কেয়ার ম্যানেজমেন্টের প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল। সামরিক চিকিৎসক হলেও শরীর আর মনের একাক্মীকরণে বেছে নিয়েছেন বর্ণিল বর্ণসম্ভার। খাতার পাতায় নয়-বর্ণসম্ভারের খোঁজে ছোটেন আকাশের অবাধ নীলে, সবুজ পাতায়, নরম রোদের বৈকালিকী সূর‌্যকণায়। এভাবেই লেখক হয়ে ওঠা তাঁর। সাহিত্যের সব শাখাতেই রয়েছে একাধিক প্রকাশনা তাঁর। পেয়েছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার। তাঁর প্রিয় সান্নিধ্য লেখালেখিকে পাশে রেখেই কাটাতে চান জীবনের প্রতিটি অনুক্ষণ।

বিগ্রেডিয়ার জেনারেল প্রফেসর ডা. নাজমা বেগম নাজু এর বইসমূহ