Loading...
বর্ণা আহমেদ
লেখকের জীবনী
বর্ণা আহমেদ (Borna Ahmed)

বর্ণা আহমেদ জন্ম ৩০শে জানুয়ারি, শৈশব ও কৈশাের কেটেছে ঢাকায়। গান, কবিতা ও ছােটগল্প দিয়ে লেখালেখির শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম. এ. করার পর বিবাহিত জীবনের সূত্র ধরে যুক্তরাজ্যে বসবাসের শুরু । বাংলা কবিতা, নক্ষত্র, বাঙালিয়ানা ম্যাগাজিন ও ম সাহিত্য পত্রিকায় নিয়মিত কবিতা প্রকাশ করেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ দিনমণি ও ত্রিতয়ী। পেশায় শিক্ষক। দৈনন্দিন জীবনে সদা হাস্যজ্জল আর আলাপী, বন্ধুপরায়ণ । গান গাইতে ভালােবাসেন। স্বামী ও দুই সন্তানকে নিয়ে থাকেন ইংল্যান্ডের রেডিং-এ।