Loading...
বনানী সিনহা
লেখকের জীবনী
বনানী সিনহা (Bonani Sinha)

বনানী সিনহা, পিতা- স্বর্গীয় সুবল চন্দ্র সিনহা, মাতা- সুনীতা সরকার। ১০ অক্টোবর ১৯৮৫ সালে বাংলাদেশের ঢাকা, আজিমপুর মাতৃসদনে জন্মগ্রহণ করেণ। বেড়ে উঠা ঢাকা রাজবাড়ী ও শরিয়তপুর মিলে। ঢাকার ইডেন মহিলা কলেজ থেকে সমাজ কল্যাণ বিষয়ে মাস্টার্স পড়া অবস্থায় ডিভি (ডাইভারসিটি ভিসা) লটারি পেয়ে আমেরিকা আসার সুযোগ পরম করুণাময় ঈশ্বর করে দেন। ৭ মে ২০১১ সালে নিউইয়র্কে পৌঁছায়। মামা’র (ডা: আনন্দ মালো, মায়ের কাজিন) তত্ত্বাবধনে প্রথম ক্যশিয়ার পদে চাকুরী হয়। ৩ আগস্ট ২০১২ সালে বাংলাদেশে গিয়ে তাঁর পছন্দের সুপুরুষের (অমিত দাস) সাথে সৃষ্টিকর্তা বিবাহ বন্ধনে আবদ্ধ করায়। বর্তমানে নিউইয়র্ক সিটির ব্রঞ্চে মা, দুই মেয়ে ও স¦ামীর সাথে সুখে দুঃখে বসবাস। ১৯ মার্চ ২০১৮ সাল থেকে পেশায় একজন সিটি কর্মকর্তা হিসেবে (স্কুল সেফটি এজেন্ট) পুলিশ ডিপার্টমেন্টে (ঘণচউ) কর্মরত থেকে বেশ ভালোই আছেন। কবিতা লিখতে ও পড়তে খুবই পছন্দ। বর্তমানে তাঁর লিখা কবিতা নিউ ইয়র্কের পত্রিকাগুলোতে (জন্মভূমি, দেশ, ঠিকানা) অন্যদিকে বাংলাদেশের (মানবজমিন, মতলব প্রতিদিন, হলিটাইমস) পত্রিকাগুলোতে নিয়মিত প্রকাশিত হচ্ছে এবং ফেসবুকের পাঠকদের জন্যও লিখে যাচ্ছেন। কর্মব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে দু-চার লাইন করে কবিতা লিখে নিজের ও পাঠকের মনের খোরাক জোগাতে চান। কবিতা, ছোটগল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনি, ছড়া, প্রবন্ধ লিখে পাঠকদের মনে জায়গা করতে তাঁর প্রচেষ্টা আশাকরি অব্যাহত থাকবে। ২০২১ সালে তার প্রথম কাব্যগ্রন্থ “তোমার জন্য” বইটি প্রকাশিত হয়। এবার তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘সাহিত্যের অমৃত পথে’ প্রকাশিত হতে যাচ্ছে। আশা করি বইটি পাঠক প্রিয়তা পাবে। সকলের শুভকামনাপ্রার্থী।

বনানী সিনহা এর বইসমূহ