বিপাশার জন্ম ফুলার রোডে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায়। তার বাবা ড. খায়রুল বাশার ছিলেন বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রাক্তন চেয়ারম্যান।বাবা-মায়ের উৎসাহে শৈশব থেকেই বিপাশা লেখালেখি করতেন। বিপাশার শৈশব-কৈশোরের বড় একটা অধ্যায়ে কেটেছে মধ্যপ্রাচ্যে। সেখানে থাকাকালীন সময়ে তিনি ইংরেজি রূপকথার বাংলা অনুবাদ করতেন। পরবর্তীতে ঢাকায় উদয়ন বিদ্যালয় থেকে ১৯৯০ সালে এসএসসি পাশ করে বিপাশা পরিবারের সাথে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ আ্যালাবামা বারমিংহাম থেকে তিনি মলিকুলার বায়োলজিতে আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রী অর্জন করেন। তারপর মেডিকেলে এমডি ডিগ্রী সম্পন্ন করেন আমেরিকান ইউনিভার্সিটি অফ ক্যারিবিয়ান থেকে। অতঃপর ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ ট্রেনিং নেন পেনসিলভেনিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটি থেকে। বর্তমানে তিনি পেশায় সিনিয়র ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক। জীবনের সিংহভাগ প্রবাসে কাটালেও বাংলা ভাষার প্রতি তার অনুরাগ অত্যন্ত প্রকটভাবেই প্রকাশ পায়। কর্মজীবনের ব্যস্ততার ফাঁকে বাংলায় লেখালেখি তার জন্য বিশেষ ‘স্ট্রেস রিলিভার’ হিসেবে কাজ করে। তার লেখা প্রথম থ্রিলার উপন্যাস ‘মায়াজাল’ ২০২১ বইমেলা এবং দ্বিতীয় উপন্যাস ‘ছায়াপথে অনুরণন’ ২০২২ সালের বইমেলাতে প্রকাশিত হয়েছে। স্বামী এবং একমাত্র পুত্রসহ তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে বসবাস করছেন।