Loading...
আজিজুর রহমান আজিজ
লেখকের জীবনী
আজিজুর রহমান আজিজ (Azizur Rahman Aziz)

এম আজিজুর রহমানের জন্ম জানুয়ারি ১০, ১৯৪৪, বৃহত্তর ফরিদপুর জেলার বর্তমান মাদারীপুর জেলায়। তিনি আজিজুর রহমান আজিজ নামে দীর্ঘদিন ধরে কবিতা, উপন্যাস, গান ও সাহিত্যের অন্যান্য অঙ্গনে অব্যাহতভাবে অবদান রেখে চলেছেন । শৈশবে কবিতা ও ছড়া লেখা দিয়ে তার লেখালেখির যাত্রা শুরু হলেও ধীরে ধীরে তিনি কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, গান রচনা করে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আত্মপ্রকাশ করেছেন। পেশাগত জীবনে তিনি জনপ্রশাসনের একজন সদস্য ছিলেন। এবং ২০০১ সালে সচিবের পদ থেকে অবসর জীবন গ্রহণ করেন । ২০১০ তিনি বাংলাদেশের প্রথম প্রধান তথ্য কমিশনারের দায়িত্বও পালন করেন এবং এই কমিশনকে কাঙ্খিত পর্যায়ে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের বাের্ড অব ট্রাস্টিজ -এর সভাপতির দায়িত্ব পালনের সাথে সাথে রবীন্দ্র একাডেমীর নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং ইসলামী ফাউন্ডেশনের বাের্ড অফ গর্ভনরস এর অন্যতম গৰ্ভরনস হিসেবেও অবদান রাখার চেষ্টা করেছেন । আজিজুর রহমান আজিজ এর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশত। এছাড়াও গীতিকার ও সুরকার হিসেবে নিজস্ব ধ্যান-ধারণার বিকাশ ঘটাতে শেকড়ের সন্ধানে নিজেকে সদা ব্যস্ত রেখেছেন।

আজিজুর রহমান আজিজ এর বইসমূহ