Loading...
আসনে সিয়েরস্ট্যাড
লেখকের জীবনী
আসনে সিয়েরস্ট্যাড (Asne seierstad)

আসনে সিয়েরস্ট্যাড নরওয়ের সাংবাদিক। জন্ম ১৯৭০ সালে। অসলাে বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান, স্প্যানিশ ও দর্শন পড়েছেন। ১৯৯৩ ও ১৯৯৬ সালে যুদ্ধ-সংবাদদাতার কাজ করেছেন রাশিয়ায়, ১৯৯৭ সালে চীনে। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত নরওয়ে টিভির সংবাদদাতা হিসেবে কসােভােতে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে প্রকাশিত হয় দেয়াল ঠেকা পিঠ; সার্বিয়ার চিত্রমালা। ২০০১ সালের হেমন্তে নরওয়ের কয়েকটি সংবাদপত্রের প্রতিনিধি হিসেবে কাজ করতে আসেন আফগানিস্তানে। আফগানিস্তানের অভিজ্ঞতা নিয়েই লেখা কাবুলের গ্রন্থাবণিক। এ বইটি বিশ্বের সর্বাধিক বিক্রিত বইয়ের একটি। এ যাবত সাতাশটি ভাষায় অনূদিত । ২০০৩ সালের জানুয়ারিতে তিনি দশ দিনের ভিসা নিয়ে বাগদাদ যান, থাকেন তিন মাসেরও বেশি। এ যুদ্ধের চালচিত্র ধারণ করে আছে তাঁর সদ্য প্রকাশিত গ্রন্থ: বাগদাদে একশ এক দিন। আনে সিয়েরস্ট্যাড সাংবাদিকতার জন্যে অনেক পুরস্কারও পেয়েছেন।

আসনে সিয়েরস্ট্যাড এর বইসমূহ