আশিক আজিজের জন্ম ১৯৭২ সালে ১৫ জুন। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের কাকনহাটি গ্রামে। বাবা : নাট্যশিল্পী আজিজুর রহমান। মা : খােদেজা খাতুন। স্ত্রী : হাসিনা শিরিন মুক্তা। পুত্র : কবি মাহি আশফাক আশিক আজিজ বাল্যকাল থেকে পারিবারিক সূত্রে সাহিত্য ও সংস্কৃতির জগতে কাজ করে আসছেন। বাংলাদেশ টেলিভিশনের তিনি তালিকাভুক্ত নাট্যশিল্পী। উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ ‘ছােটদের কম্পিউটার পরিচয়, কবিতার সংকলন ‘স্বর্ণআলাে একদিন (সম্পাদিত)। চাকরি করছেন ঢাকার ওয়ারিস্থ সিলভারডেল। প্রিপারেটরি এন্ড গার্লস হাই স্কুল-এ।। তিনি ছােট কাগজ চৌচালা’-এর সম্পাদক।