Loading...
আনসারা খাতুন
লেখকের জীবনী
আনসারা খাতুন (Ansara Khatun)

আনসারা খাতুন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দেবীপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। স্কুলজীবন থেকেই তাঁর লেখালেখির হাতে খড়ি। পঁয়ত্রিশ বছর দক্ষতার সঙ্গে শিক্ষকতা করার পর বর্তমানে অবসর জীবন যাপন করছেন। তিনি শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদাও পান। ‘এই মন’ তাঁর এই অবসর জীবনের ফসল। মানুষের জ্ঞান অত্যন্ত সীমিত। এই সীমাবদ্ধতাত সত্ত্বেও জ্ঞানপিপাসু মানুষ জ্ঞানের চর্চায় নিজেকে নিবেদিত করেন। লেখিকা জীবনের অনেক সময় অতিবাহিত করেছেন শত ব্যস্ততায়। বর্তমানে কয়েকটি সাহিত্য সংগঠনের সক্রিয় কর্মী এবং সাহিত্যচর্চায় নিবেদিতপ্রাণ। কবিতাগুলো কবির জীবনবোধ, ভালোলাগা, মন্দলাগা, সুখ-দুঃখ, পেলে আশা স্মৃতি, দেশাত্মবোধ থেকে শুরু করে জীবনের নানা ঘাত-প্রতিঘাতের বহিঃপ্রকাশ। কবিতা পাঠে পাঠকের ভালোলাগা আগামীতে লেখিকাকে নবসৃষ্টির প্রয়াসে স্পৃহা জোগাবে।

আনসারা খাতুন এর বইসমূহ