অনিন্দিতা চৌধুরী ১৯৯৭ সালের ২রা মার্চ সিলেটে জন্ম নিয়েছিলেন। বাবা-মা দু’জনেই অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। বড় দুই বোনের সাথে বয়সের ব্যবধান অনেকটা হওয়ায় সবার স্নেহের আতিশয্যেই যেন বেড়ে ওঠেন তিনি। তার এই বেড়ে ওঠার দিনগুলো ভাগ হয়েছে সিলেট বিভাগেরই দুই প্রান্তের দুটো থানা, বড়লেখা আর শ্রীমঙ্গলে। শেষমেশ চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ২০১৬ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। এ বিভাগ থেকে সদ্যই স্নাতক সম্পন্ন করলেন। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ থেকেই অনলাইন কনটেন্ট প্ল্যাটফর্মে লেখক ও সম্পাদক হিসেবে কাজ করেছেন তিনি। লেখালেখিটাকে পেশা ও নেশা দুই হিসেবেই দেখতে চান। এই লেখকের ছোট্ট মেস ঘরের নিজের বইয়ের তাকটি ভর্তি থাকে কবিতা, গল্প, উপন্যাস, নন-ফিকশন ইত্যাদি প্রায় সব ঘরানার বইই। কবিতার প্রতি এক অন্যরকম পক্ষপাতিত্ব বোধ করেন বলেই হয়তো তার প্রথম প্রকাশিত বইটি কবিতার। অপ্রকাশিত কিছু ছোট গল্প ও দুটো অসমাপ্ত উপন্যাস রয়েছে তার। আপাতত চাকরিবাকরি ছেড়ে দিয়ে বসে আছেন, নিজের আলসে ভাবটা কাটিয়ে দ্রুত কলমটাকে ছোটাতে চান দারুণ বেগে।