জন্ম এবং শৈশব কেটেছে ঢাকা সেনানিবাসে। স্কুলের পড়াশুনা শেষ করেই যুক্তরাজ্যে পদার্পন। কলেজ, বাকি পড়াশুনা, সংসার জীবন আর কর্মজীবন সবকিছুই এই যুক্তরাজ্যে। ম্যাথস আর কম্পিউটার সায়েন্স নিয়ে অনার্স করেছেন কিংস কলেজ লন্ডন থেকে। পরবর্তীতে পাবলিক ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রী করেন ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে। বর্তমানের ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে কর্মরত। চাকুরীর বিষয় পরিসংখ্যান, ডাটা, এনালিটিক্স হলেও আগ্রহ হলো বাংলা সাহিত্য। জীবনের সিংহভাগ দেশের বাইরে কাটিয়েও বাংলা সাহিত্যের মায়াজাল থেকে বেরিয়ে আসতে পারেননি। তাই ২০১৯ সালের মাঝামাঝি থেকে ফেসবুকে লেখালেখির মাধ্যমেই তার সাহিত্য জগতের হাতে খড়ি। আমিনার লেখা ছোট গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী বিভিন্ন পত্রিকা আর গল্প সংকলনে প্রকাশিত হয়েছে। স্বামী আর দুইসন্তান নিয়ে ইংল্যান্ডের সারেতে এখন তাঁর বসবাস। আমিনার লেখা প্রথম উপন্যাস মাতৃত্ব।