Loading...
আল আজাদ
লেখকের জীবনী
আল আজাদ (Al-Azad)

আল আজাদ মূলত একজন গণমাধ্যম কর্মী। প্রায় সাড়ে চার দশক পার করেছেন সাংবাদিকতায়। একই সঙ্গে বিচরণ করেছেন শিশু-কিশাের সংগঠন আর সাহিত্য-সংস্কৃতির জগতে। অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন স্বৈরাচার ও মৌলবাদ বিরােধী প্রতিটি আন্দোলন-সংগ্রামে। নিরলস গবেষণা করছেন মহান মুক্তিযুদ্ধ নিয়ে। ইতােমধ্যে মুক্তিযুদ্ধ পাঠাগার এবং মুক্তিযুদ্ধ অনুশীলন নামে একটি গবেষণা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন। সিলেটে মহান মুক্তিযুদ্ধ নিয়ে আল আজাদের লিখিত, অনুলিখিত ও সমপাদিত বইয়ের তালিকায় পঞ্চম সংযােজন সিলেটে মুক্তিযুদ্ধ। প্রস্তুত করেছেন একাধিক পাণ্ডুলিপি। এই জ্যেষ্ঠ সাংবাদিক বাঙালি জাতির গর্ব আর গৌরবের একাত্তরকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাকে নিজের একটি বড়াে দায়িত্ব বলে মনে করেন।