Loading...
আহমদ সিরাজ
লেখকের জীবনী
আহমদ সিরাজ (Ahmed Sheraj)

আহমদ সিরাজ জন্ম ১৯৫৬ সালের ১লা মার্চ। মূলত মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকেই তার লেখালেখি শুরু। দেশের সাপ্তাহিক ও জাতীয় দৈনিকসমূহে প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হতে থাকে বিভিন্ন লিটিলম্যাগে। নিরীক্ষা-গবেষণাধর্মী লেখাও প্রকাশিত হয়েছে। সংগঠন, সমাজ, রাজনীতি ও লেখালেখিকে অভিন্নভাবে সঙ্গী করে নেন । বাংলাদেশ খেলাঘর আসরসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। কোনটি আগে কোনটি পরে তা বিবেচ্য থাকেনি। প্রকাশিত গ্রন্থ : ফকির ইয়াসিন শাহ ও তার সাধন তত্ব। (২০০২), সুরমা থেকে সাগরে (২০০৪), ভানুবিলের কৃষক বিদ্রোহ ও অন্যান্য (২০০৬), আদিবাসী জাত-পাত সমাজ ও সংস্কৃতি (২০০৯), বাঙালি বুদ্ধিজীবীর দায় ও অন্যান্য (২০১০)। ২০১৪ সালে প্রকাশিত বাংলাদেশের লােক সংস্কৃতি : মৌলভীবাজার জেলা, শীর্ষক গ্রন্থটির অন্যতম সংগ্রাহক হিসাবে তিনি যুক্ত ছিলেন। একাধিক গ্রন্থ সম্পাদনাও করেছেন। এশিয়াটিক সােসাইটিতেও তিনি গবেষণা সহযােগী হিসাবে প্রবন্ধ জমা দিয়ে সম্মানিত হয়েছেন। লােকসংস্কৃতি গবেষণায় অবদানের স্বীকৃতি হিসাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার কর্তৃক ২০১৫ সালে সম্মাননা পদক লাভ করেন । সাহিত্য-সংস্কৃতিবিষয়ক নানা সভা, সমাবেশ, সেমিনারের আমন্ত্রণ পেয়ে ভারতের বিভিন্ন স্থানে একাধিকবার যােগ দিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি। এক পুত্র সন্তানের জনক।

আহমদ সিরাজ এর বইসমূহ