জন্ম: ২৭শে ফেব্রুয়ারি ১৯৬২ পৈত্রিক নিবাস: কুমিল্লা। একাধারে চিকিৎসক, সমাজ কর্মী, রাজনৈতিক বিশ্লেষক ও কবি। ছাত্র জীবন থেকেই সক্রিয় রাজনীতির সাথে ঘনিষ্ট। লেখালেখির শুরু ছড়া দিয়ে, প্রাইমারিতে পড়ার সময়। কুমিল্লার সাপ্তাহিক ‘আমােদ’-এ প্রকাশের সময় তিনি নবম শ্রেণীর ছাত্র। সেই থেকে লেখালেখি, বিভিন্ন সাপ্তাহিকে, লিটল ম্যাগাজিনে । উচ্চশিক্ষা আর পেশাগত ব্যস্ততায় দীর্ঘদিন স্বেচ্ছা নির্বাসিত এই লেখক হালে আবার ফিরে এসেছেন লেখালেখির নিয়মিত ভুবনে। কবিতার পাশাপাশি লিখছেন ছড়া, ছােটগল্প আর রাজনৈতিক কলাম ।। দেশের প্রথম সারির দৈনিকগুলােতে রাজনৈতিক বিশ্লেষণধর্মী লেখাগুলাে গত কয়েক বছর ধরে তাকে আলােচিত সমালােচিত করেছে সমান ভাবে। সমাজকর্মের সাথেও তার ঘনিষ্ট সম্পর্ক। অষ্ট্রেলিয়ার মেলেবাের্ণ ভিত্তিক সাহায্য সংস্থা SHEBA (Social Help Endeavour for Bangladesh) র প্রতিষ্ঠাতা। সভাপতি। পেশায় চিকিৎসক। দক্ষিণ আফ্রিকা থেকে MFam Med এবং অষ্ট্রেলিয়া থেকে FRACGP এবং FACRRM ডিগ্রি লাভ করে বর্তমানে মেলবাের্ণে ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে কর্মরত। বিবাহিত। স্ত্রী মাহবুবা শরীফ রুমা। কন্যা অন্তরা। এবং পুত্র সৌরভের জনক। প্রকাশিতগ্রন্থ : বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের প্রস্তাবনা।