আদনীন কুয়াশার জন্ম ঢাকায়।বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় ঘুরে বেড়ালেও শৈশবের একটি সময় কেটেছে চট্টগ্রামে।এ পর্যন্ত ‘অষ্ট অম্বর’, ‘এখানে যুক্তিরা মৃত’, ‘মেঘ বলেছে যাব যাব’, ‘যুক্তিরা উড়ে গেছে’ এবং ‘ক্লান্ত কপোত’ নামে গল্প সংকলন প্রকাশ হয়েছে। ‘ভ্রম-বিভ্রম’ তার প্রথম উপন্যাস।তিনি পাললিক সৌরভ প্রকাশনীর উপদেষ্টা ও সম্পাদক হিসেবে কর্মরত।‘রাণী মৌমাছির দল’, ‘হৃদ মাঝারে রাখিব’, ‘মুক্তমঞ্চ’ নামে তার সম্পাদিত গল্প সংকলন প্রকাশ হয়। তিনি ‘মেঘ বলেছে যাব যাব’ বইটির জন্য ২০২০ সালে সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার লাভ করেন।তিনি ছোটবেলা থেকে শিল্প-সংস্কৃতি চর্চার সঙ্গে জড়িত।বিটিভির নতুন কুঁড়ি প্রতিযোগিতায় ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন। লেখক ‘এ তুমি কেমন তুমি’ বইটিতে দুই জোড়া প্রেমিক-প্রেমিকার জীবনের কিছু অংশ তুলে ধরেছেন।সেইসঙ্গে পরিবারের উঠতি বয়সী সদস্যরা সবার অজান্তে নানা অ্যাপের মাধ্যমে কত রকম বিপদ ডেকে আনতে পারেন, সেসব বিষয়ও তুলে ধরেছেন।