লেখক ও প্রাবন্ধিক। জন্ম ঢাকা, বাংলাদেশ। পড়াশােনা বাংলাদেশ এবং উত্তর আমেরিকায়। নিউইয়র্ক মুক্তধারা বইমেলা, নিউইয়র্ক ফিল্ম সেন্টার, নিউইয়র্ক। সাহিত্য একাডেমিসহ নিউইয়র্কভিত্তিক বিভিন্ন শিল্প-সাহিত্য সংগঠনের সঙ্গে। জড়িত। পেশায় আর্থিক বিশ্লেষক এবং পরামর্শক। নেশা গবেষণা, লেখালেখি। ইতিহাস তার প্রিয় এবং প্রধান একটি বিষয়। ভারত উপমহাদেশ তাে বটেই, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের বৈচিত্র্যপূর্ণ জীবন, ঐতিহাসিক রাজনৈতিক এবং সামাজিক ঘটনাবলির ওপর তাঁর গভীর। আগ্রহ রয়েছে। উল্লেখযােগ্য গ্রন্থ : চেনা। অচেনা শহীদ কাদরী (মাওলা ব্রাদার্স,। ২০১৮) অ্যাকুরিয়ামের মাছ ও হলুদ প্রজাপতির গল্প (মাওলা ব্রাদার্স, ২০১৯), ঔপনিবেশিক ভারতে বিলাতি নারীরা | (ইত্যাদি গ্রন্থপ্রকাশ, ২০১৭), জানা-অজানা। রবার্ট ক্লাইভ (সূচীপত্র, ২০১৪), আমেরিকানামা (সূচীপত্র, ২০১৫), পূর্ব-পশ্চিমের আলাে (প্রিয়মুখ, ২০১৭)। পছন্দ ঘুরে বেড়ানাে, সিনেমা দেখা এবং বই পড়া।