Loading...
আ ন ম বজলুর রহমান
লেখকের জীবনী
আ ন ম বজলুর রহমান (A N M Bazlur Rahman)

লেখালেখির শুরুটা কবিতা দিয়ে, সেই ছোট্টবেলায়। একটা সময় কবিতার খাতাটি হারিয়ে প্রোগ্রামিংয়ের এডিটরটাই হয়ে যায় লেখালেখির নতুন ক্যানভাস। ছাত্রাবস্থা থেকে প্রোগ্রামিং-ই ছিল তাঁর ধ্যান-জ্ঞান। প্রোগ্রামিংয়ের জন্য পছন্দের ভাষা হলো জাভা। জাভার প্রতি ভালোবাসা থেকেই জাভা ইউজার গ্রুপ বাংলাদেশ (http://www.jugbd.org/) প্রতিষ্ঠা করেছেন। মাতৃভাষায় প্রোগ্রামিং শেখার আনন্দ দিতেই প্রিয় প্রোগ্রামিং ভাষা জাভা নিয়ে লিখে চলেছেন একের পর এক বই। তাঁর লেখার প্রধান বৈশিষ্ট্য – তিনি জাভার যে বিষয়েই লেখেন, সেটি গভীরভাবে ব্যাখ্যা করেন। তাঁর বই পড়লে কী এবং কীভাবের পাশাপাশি ‘কেন’-এর উত্তরও পাওয়া যায়। আ ন ম বজলুর রহমানের প্রথম বই জাভা প্রোগ্রামিং নতুন শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। জাভা থ্রেড প্রোগ্রামিং, অ্যাডভান্সড জাভা প্রোগ্রামিং, জাভা ওয়েব প্রোগ্রামিং-ও সমানভাবেই পাঠক সমাদৃত হয়েছে। জাভা প্রোগ্রামিং বইটির প্রথম সংস্করণ প্রকাশের চার বছর পর এবার বেশ কিছু পরিবর্তন নিয়ে এর দ্বিতীয় সংস্করণটি প্রকাশিত হচ্ছে। লেখা এবং চাকরির পাশাপাশি তিনি নিয়মিত জাভা বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার এবং কনফারেন্সে বক্তব্য দিয়ে থাকেন। শেরপুর জেলার ভারেরা গ্রামে জন্ম আ ন ম বজলুর রহমানের, শৈশবটাও কেটেছে সেখানেই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার প্রকৌশলে স্নাতক সম্পন্ন করে থেরাপ, ভ্যানটেজ ল্যাবসের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিতে চাকরি করেছেন। এর মধ্যেই গেস্ট ফ্যাকাল্টি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের জাভা শিখিয়েছেন দুই বছর। এরপর বিকাশ লিমিটেডে কর্মরত ছিলেন সিনিয়র লিড ইঞ্জিনিয়ার হিসেবে। বর্তমানে তিনি সিনিয়র সফটওয়্যার ডেভেলপার হিসেবে কর্মরত আছেন কানাডার লবলো ডিজিটালে, এবং সস্ত্রীক বসবাস করছেন টরন্টো শহরে।