Loading...
মো: রেজওয়ানুল হক (আপেল)
লেখকের জীবনী
মো: রেজওয়ানুল হক (আপেল) (Md. Rezwanul Haque Apple)

মোঃ রেজওয়ানুল হক (আপেল) বাংলা সাহিত্যের এক জন উদীয়মান লেখক হিসেবে পরিচিত হতে যাচ্ছেন। তাঁর জন্ম ১৯৮৫ সালের ২৫ শে ডিসেম্বর । তিনি সিরাজগঞ্জ জেলার কামাখন্দ উপজেলার জামতৈল গ্রামে জন্মগ্রহণ করেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি তাঁর বাবা-মায়ের তৃতীয় সন্তান। বাবা সরকারী চাকুরীজীবী হওয়ার সুবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে হয়েছে তাঁকে। ২০০০ সালে তিনি জামতৈল সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়, কামারখন্দ, সিরাজগঞ্জ থেকে কৃতিত্বের সাথে এস.এস.সি. পাস করেন। এরপর কৃষি প্রশিক্ষণ ইস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা থেকে কৃষি ডিপ্লোমা পাস করেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বি এ ও বি.এজি.এড পাস করেন। তিনি খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ এর উপর এম.এ করেন। বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত। মোঃ রেজওয়ানুল হক (আপেল) জামতৈল ধোপাকান্দি সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় কামাখন্দ, সিরাজগঞ্জে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। পূর্বে তিনি রতনপুর হাজী ছৈয়দের রহমান স্মৃতি উচ্চ বিদ্যালয়, ফেনীসদর, ফেনীতে কর্মরত ছিলেন। তিনি ছোট গল্প উপন্যাস লেখার সাথে সাথে জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রপত্রিকায় সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত কলাম লিখে চলেছেন। এছাড়াও তিনি খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত।

মো: রেজওয়ানুল হক (আপেল) এর বইসমূহ