Loading...
জব্বার হোসেন
লেখকের জীবনী
জব্বার হোসেন (Jobbar Hossain)

জব্বার হােসেন। সাংবাদিকতায় হাতেখড়ি শাহাদত চৌধুরীর হাতে। ছেলেবেলা থেকে বিজ্ঞানের প্রতি আগ্রহ আর নতুনকে জানার তীব্র বাসনা থেকে দুটি বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা ও ইংরেজি সাহিত্য অধ্যয়ন করে শেষ পর্যন্ত থিতু হলেন নাট্যতত্ত্বে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ মাস্টার্স এবং এমফিল করেছেন একই বিষয়ে। লেখালেখি তার স্বভাবজাত । লিখতে থাকেন প্রাণের টানে। ড. সেলিম আল দীনের পিতৃসুলভ স্নেহের আশ্রয়ে তার লেখালেখির বেড়ে ওঠা। সাপ্তাহিক ২০০০-এ দীর্ঘদিন সহকারী সম্পাদক ছিলেন। অল্পদিন আগে নতুন দিন গড়ার লক্ষ্যে বন্ধুদের সঙ্গে যুক্ত হয়েছেন সাপ্তাহিক প্রকাশনার সঙ্গে। জব্বার আড্ডা দিতে পছন্দ করেন। গুণীজনের সঙ্গ পেতে চান। সঙ্গী হিসেবে তার জুড়ি পাওয়া ভার। তার কাছে অকপটে অনেকেই বলেন অন্তরের গভীরতম অনুভূতির কথা। সাক্ষাৎকার নিয়েছেন অনেক খ্যাতিমান মানুষের। জব্বারের হাতে মাইক্রো ক্যাসেট রেকর্ডার বলে চলেছেন সামনের মানুষটি। রাত জেগে সেই কথা লিপিবদ্ধ হচ্ছে। এই দৃশ্য খুবই স্বাভাবিক। কারণ জব্বার বিশ্বাস করেন তিনি ইতিহাসকে ধারণ করছেন তার কলমে। তিনি গঠিত হতে ভালােবাসেন। গঠনের অংশ হতে চান। কারণ তার মেন্টর’-এর। মতাে তিনি বিশ্বাস করেন শেষ পর্যন্ত শূন্যেই মিলাবে সবকিছু। জব্বার হােসেনের মতাে তরুণরাই তাই গঠন করছেন, পূর্ণ করে তুলছেন ভবিষ্যতের শূন্যতা। মুহম্মদ জাফর ইকবাল জব্বারকে বলেছেন তার নিজের গঠনের গল্প, তার স্বপ্নের কাহিনী। পাঠক এই বইয়ে জব্বারকে জানবেন না; জানবেন তার কলমে মুহম্মদ জাফর ইকবালের গড়ে ওঠার কষ্ট আর সাফল্যের আনন্দকে । জব্বারকে আপনারা আবিষ্কার করবেন আরও পরে। কারণ এখন তিনি কেবলই গঠিত হচ্ছেন।

জব্বার হোসেন এর বইসমূহ