বাজারে এলে সকল সদাই-পাতি কেনার পর, ফেরার সময় মায়ের জন্যে পান কেনার পালা। আর এই পান কিনতে এলেই পড়ি দোটানায়। দুপাশে দু'জন পান দোকানদার। দুজনের সাথেই আমার বেশ সখ্যতা গড়ে উঠেছে, মায়ের জন্য সব সময় পান কেনার সুবাদে। দেখা মাত্রই দু'জনই হেসে উঠেন, কেমন আছি জিজ্ঞেস করেন। আমি মায়ের জন্য কেমন পান কিনি, মা কি পান খায়, কি পান খায় না, সব জানে উনারা। নিয়মিত পান নিই বলে, এসব উনাদের মুখস্থ। তখন কাকে রেখে কার কাছ থেকে পান কিনবো দোটানায় পড়ি। একজনের থেকে পান কিনে অপর জনের দিকে তাকালে আমার কেমন লজ্জা লাগে। তাই আমি একদিন একজনের থেকে পান কিনলে, আরেকদিন অন্য জনের থেকে কিনি। বাজারে গেলে এভাবে নিয়ম করে মায়ের জন্য পান কিনতাম।
তারপর কয়েক বছর হয়ে গেলো, একদিন মায়ের পানের বাটা অযত্নে পড়ে রইলো ঘরের এককোনায়। মায়ের পানের বাটায় অনেকটা ধুলো বসে গেছে।পুরানো জীর্ণ শীর্ণ, শ্যাওলা ধরা পরিত্যক্ত প্রাসাদের মত হয়ে গেছে মায়ের পানের বাটা।
তারপর থেকে বাজারে গেলে, সেই পান দোকানদার দুজনের সাথে আমার যে আর হাসিমুখে কথা হয়না। তাদের 'কেমন আছির' উত্তর আমি হাসি মুখে দিতে পারিনা। মনে হয় এখন যেন সেই দু'জন পান দোকানদারের সাথে আমার দা-কুমড়া'র সম্পর্ক।
তখন একজনের থেকে পান কিনে অন্যজনের দিকে তাকালে আমার লজ্জা লাগতো। আর এখন দুজনের দিকে তাকালে আমার চোখে জল আসে। চোখ ভিজে যায় কিছু বলতে পারিনা।
এখন আমার চোখে জল আসে...
চোখে জল আসে...
Mayer Paner Bata,Mayer Paner Bata in boiferry,Mayer Paner Bata buy online,Mayer Paner Bata by Kazi Amir Hossain Ripon,বইফেরীতে,অনলাইনে কিনুন,কাজী আমির হোসেন রিপন এর,Mayer Paner Bata Ebook,Mayer Paner Bata Ebook in BD,Mayer Paner Bata Ebook in Dhaka,Mayer Paner Bata Ebook in Bangladesh,Mayer Paner Bata Ebook in boiferry,ইবুক,ইবুক বিডি,ইবুক ঢাকায়,ইবুক বাংলাদেশে
কাজী আমির হোসেন রিপন এর এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 224.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Mayer Paner Bata by Kazi Amir Hossain Riponis now available in boiferry for only 224.00 TK. You can also read the e-book version of this book in boiferry.
কাজী আমির হোসেন রিপন এর এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 224.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Mayer Paner Bata by Kazi Amir Hossain Riponis now available in boiferry for only 224.00 TK. You can also read the e-book version of this book in boiferry.