ভূমিকা শৈশব থেকেই আমার মনে কবিতার একটি দাপট চলছে। যৌবন পেরিয়ে বার্ধ্যক্যে উপনীত হয়েছি, তবু কবিতা আমার সঙ্গ ছাড়েনি। জীবন-পথে চলতে চলতে প্রকৃতি, দেশ, সমাজ এবং আমার সুখ-দুঃখ-ভালোবাসার সঙ্গে সংশ্লিষ্টদের সংস্পর্শে সময় সময় যে প্রবল হƒদয়াবেগ সৃষ্টি হয়েছে, তা থেকেই এসব কবিতার উদ্ভব। কবিতাগুলো ইংরেজি ১৯৯০ সালের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত রচিত হয়েছে। দু-একটি কবিতা বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছিল। একপ্রকার সামাজিক বিচ্ছিন্নতা ও নীরবতার কারণে কবিতাগুলো এত দিনে গ্রন্থাকারে প্রকাশ করার সুযোগ পাইনি। ঘনিষ্ঠজনের অনেকে আজও জানেন না সেই কবে থেকে নীরবে কবিতা লিখে চলেছি। ‘হৃদ-যন্ত্রণা’ কবিতাগ্রন্থে প্রকৃতি, ধর্ম, দেশ, জাতি, জননী, সমাজ ও সর্বসাধারণের প্রতি সহমর্মিতা প্রকাশের চেষ্টা করেছি।
আজ জীবনসায়াহ্নে মনে হয়েছে, এসব কথামালা গ্রন্থাকারে লিখে রেখে যাব। কবিতা হিসেবে লেখাগুলো কতটুকু কাব্যোত্তীর্ণ এবং কবিতাপ্রেমীদের নিকট গ্রহণযোগ্য সে বিচারের ভার তাদের ওপর। আমি কেবল আমার ছোট ছোট আবেগের স্ফুরণ এ কবিতাগুচ্ছ তাদের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করলাম। কবিতা মুদ্রণের ক্ষেত্রে উইজার্ড কম্পিউটার মিরপুর-১, ঢাকা মুদ্রণ করেছে এবং সরকার কমার্শিয়াল এজেন্সির মো. সুমন হোসেন, আদাবর, মোহাম্মপুর, ঢাকার কম্পিউটার অপারেটর সংশোধন করে দিয়েছে। আমার ছোট ভায়রা ভাই ফারুক উর রশীদ মুদ্রণের ব্যবস্থা গ্রহণ করেছে। সর্বোপরি সুদূর আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবাসী আমার একমাত্র কন্যা নাসরিণ আকতার শিখা উৎসাহ ও আর্থিক সহায়তা দানসহ আমাকে সর্বোতভাবে সহায়তা করেছে। কবিতাগ্রন্থটি রচনা ও প্রকাশের ক্ষেত্রে সকল সহযোগিতার জন্য তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
আ. ন. নাসির উদ্দিন আহমদ
আ. ন. নাসির উদ্দিন আহমদ এর হৃদ-যন্ত্রণা এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 150.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Hrid Jontrona by A. N. Nasir Uddin Ahmedis now available in boiferry for only 150.00 TK. You can also read the e-book version of this book in boiferry.