`রিসালাতুল মুসতারশিদিন’ হিজরি তৃতীয় শতাব্দিতে রচিত হেদায়াত অনুসন্ধানীদের পথ ও পাথেয় বিষয়ক একটি অমর গ্রন্থ। লিখেছেন খাইরুল ‘কুরুন’ বা ইসলামের শ্রেষ্ঠ যুগের অন্যতম শ্রেষ্ঠ মনীষী ইমাম হারেস আল মুহাসেবী রহিমাহুল্লাহ । ইলম, ইখলাস, তাকওয়া, পরহেযগারী, আত্মশুদ্ধি, তাসাউউফ ও দুনিয়াবিমুখতায় তিনি ছিলেন এক মহান ব্যক্তিত্ব। মানুষের ইহকাল ও পরকালের মুক্তির কথা চিন্তা করে রচনা করেছেন বহু মূল্যবান গ্রন্থ। ‘রিসালাতুল মুসতারশিদিন’ তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ। উম্মাহর জন্য রেখে যাওয়া এক অমূল্য সম্পদ। এর প্রতি ছত্রে ছত্রে ও পরতে পরতে পাঠক এ কথাটির প্রমাণ পাবে। বইটি পাঠককে শুধু মুগ্ধই না বিমোহিত করবে। যারা ভয়ংকর এ ফেতনা-ফাসাদের যুগে মুক্তি পথের দিশা পেতে চায়, উত্তম পথ ও পাথেয় আশ্রয় করে নিজেদের গড়ে তুলতে চায়, জীবনকে কল্পনার মতো সুন্দর ও সফল করতে চায়, আত্মার অনাবিলতা ও চিন্তার শুভ্রতা লাভ করে স্রষ্টার প্রেমে বিলীন হতে চায়, তাদের জন্য এই বইটি হতে পারে সর্বোত্তম সহযোগী ও আদর্শ দিশারী । এই বইটি তাদের মাঝে সত্যোপলব্ধি ও শুদ্ধ বোধ সৃষ্টি করবে, তাদের আত্মশুদ্ধি ও পরকালের চিন্তায় ব্যাকুল করে তুলবে। এটি পড়ে তারা জানতে পারবে একজন মুমিনের জীবনের আসল লক্ষ্য ও উদ্দেশ্য কী, নিজেকে সংশোধনের পদ্ধতি কী, চিরস্থায়ী সফলতা ও মুক্তির চাবিকাঠি কী, আল্লাহর সন্তুষ্টি লাভের উপায় কী? মুমিন জীবনের গুরুত্বপূর্ণ এ প্রশ্নগুলোরই উত্তর দেওয়া হয়েছে বড় অকৃত্রিম মমতায় ও পরম বিশ্বস্ততায়। বইটির পাতায় পাতায় । পূর্ববর্তীদের সুরভিত জীবনের সুরভিও ছিটানো রয়েছে এর মখমলকোমল রচনায়। শব্দের মূর্ছনায়। আবেগের ব্যঞ্জনায়। তাই ভয়ংকর ফেতনা-ফাসাদের এ যুগে, সর্বত্র চারিত্রিক ও নৈতিক অবক্ষয়ের রমরমা এ বাজারে, আষ্টেপৃষ্টে জড়ানো বস্তুবাদি চিন্তার দূষিত এ কালে বইটি শুধু একবার দুবার নয়, বারবার পড়ার বিকল্প নেই। গ্রন্থটি অনুবাদ করেছেন মাওলানা যায়েদ আলতাফ। পড়াশোনা তার কওমি মাদরাসায়। মাওলানা আবু তাহের মিসবাহ সাহেবের ছাত্র তিনি। পরবর্তিতে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে তাফসির এণ্ড ইসলামিক স্টাডিজের উপর স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তারপর অনুবাদ, লেখালেখি ও সম্পাদনাকে ব্যস্ততা হিসেবে গ্রহণ করেছেন। ইতোমধ্যে তার বেশ কয়েকটি অনূদিত গ্রন্থ প্রকাশিত হয়েছে। মাকতাবাতুন নূর থেকে এটি তার প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ।
Fitnar Juge Muktir Poth,Fitnar Juge Muktir Poth in boiferry,Fitnar Juge Muktir Poth buy online,Fitnar Juge Muktir Poth by Imam Hares Muhasebi Rh.,ফিতনার যুগে মুক্তির পথ,ফিতনার যুগে মুক্তির পথ বইফেরীতে,ফিতনার যুগে মুক্তির পথ অনলাইনে কিনুন,ইমাম হারেস মুহাসেবি র. এর ফিতনার যুগে মুক্তির পথ,Fitnar Juge Muktir Poth Ebook,Fitnar Juge Muktir Poth Ebook in BD,Fitnar Juge Muktir Poth Ebook in Dhaka,Fitnar Juge Muktir Poth Ebook in Bangladesh,Fitnar Juge Muktir Poth Ebook in boiferry,ফিতনার যুগে মুক্তির পথ ইবুক,ফিতনার যুগে মুক্তির পথ ইবুক বিডি,ফিতনার যুগে মুক্তির পথ ইবুক ঢাকায়,ফিতনার যুগে মুক্তির পথ ইবুক বাংলাদেশে
ইমাম হারেস মুহাসেবি র. এর ফিতনার যুগে মুক্তির পথ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 410.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Fitnar Juge Muktir Poth by Imam Hares Muhasebi Rh.is now available in boiferry for only 410.00 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন |
হার্ডকভার | ৪৪৮ পাতা |
প্রথম প্রকাশ |
2021-02-01 |
প্রকাশনী |
মাকতাবাতুন নূর |
ISBN: |
|
ভাষা |
বাংলা |
ক্রেতার পর্যালোচনা
1-1 থেকে 1 পর্যালোচনা
-
পর্যালোচনা লিখেছেন 'Ayesha Shiddika'
📗প্রারম্ভিকঃ
সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। দরুদ ও সালাম বর্ষিত হোক সকল নবী ও রাসূলগণের নেতা,আমাদের নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবারবর্গ এবং সাহাবায়ে কেরামের প্রতি।
📔বই পর্যালোচনাঃ
পার্থিব জীবনের পিছে ছুটে, পাপ পঙ্কিল এই সমাজে বাস করে আমাদের অন্তরগুলো দূষিত হয়ে পড়ছে।ধ্বংসাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ছে। আমরা অনেকেই এই থেকে উত্তরণ চাই। আত্মাশুদ্ধি লাভ করতে চাই। মুক্তির দিশা পেতে চাই।
সবচেয়ে উত্তম বাণী হলো আল্লাহর কিতাব, উত্তম আদর্শ হল মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ, নিকৃষ্ট বিষয় হলো নবউদ্ভাবিত বিষয়। আর তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অবশ্যই ঘটবে। তোমরা তা ব্যর্থ করতে পারবে না।
ইমাম শাফেয়ি র.বলেন,বিদআত দুই প্রকার
১. প্রশংসনীয় বিদআত
২. নিন্দনীয় বিদআত
যা সুন্নতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে তা প্রশংসনীয়।আর যা সুন্নতের বিপরীত হবে তা নিন্দনীয়।
জ্ঞানী ও নেক লোকদের বেঁচে থাকার গুরুত্বপূর্ণ উদ্দেশ্যসমূহের মধ্যে একটি হচ্ছে নেককারদের সাহচর্য লাভ করা কিংবা তাদের শিক্ষণীয় ও উপদেশ মূলক ঘটনাবলি শোনা, অথবা তাদের জীবনচরিত অধ্যয়ন করা।তাদের নিকট পার্থিব জীবন শুধু এ কারণে পছন্দনীয় যে, তারা তাতে উত্তম গুণাবলিসমূহে অর্জন, নেক আমল বৃদ্ধি ও পরকালের পাথেয় সংগ্রহ করতে পারে।
📝পাঠ্যানুভূতিঃ
গ্রন্থটির ভুমিকা খুব সুন্দর করে গ্রন্থটি সম্পর্কে সার্বিকভাবে ধারণা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। গ্রন্থটি মোট ৪৪৮ পৃষ্ঠার। সূচিপত্রের ভুমিকা সহ মোট ৩০টি পার্ট।সূচিপত্রে চোখ বুলাতে যেন পড়ার আগ্রহ আরো বেড়ে গেল।
ফিতনা আমাদের কাছে একটি পরিচিত নাম।
ফিতনা দুই প্রকার। আমলী ফিতনা এবং ইলমী ফিতনা।
আমাদের মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,শেষ যুগ হবে ফিতনার যুগ।আমরা সেই যুগে পা রেখেছি।অথচ আমরা সেই ফিতনার ব্যাখা আমরা জানিনা। আমাদের চোখের সামনে নানা ধরনের ঘটনা ঘটছে।তা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।
📘গ্রন্থটি কেন পড়বেনঃ
"ফিতনার যুগে মুক্তির পথে" গ্রন্থটি কুরআন হাদিসের আলোকে অতন্ত্য সাবলীলভাবে ব্যাখা দিয়েছেন। অনেক অজানা তথ্য নিখুঁতকভাবে আলোচনা করা হয়েছে। যারা সীমাহীন জুলুম -অত্যাচারের শিকার হয়েও বেছে নিয়েছেন প্রিয় নবীজির পথ-পন্থা,আকড়ে আছে তার অনুপম আদর্শ। নিখুঁতভাবে এই আদর্শ গুলো জানতে অবশ্যই গ্রন্থটি পড়তে হবে।
📕গ্রন্থটি কাদের জন্যঃ
সকল বয়সী নারী-পুরুষ বইটি পড়ে উপকৃত হবেন বলে আশা করছি। বিশেষ করে যারা দ্বীনি ব্যাপারে গাফলতি করছেন তাদের একবার হলেও বইটি পড়া উচিত।
📑মন্তব্যঃ
আমি গ্রন্থটি সাথে সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করি। বইটির লেখক, সম্পাদক এবং প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ কবুল করে নিক এবং ইসলাম এবং মুসলমানদের জন্য তাদের এহেন কাজ আল্লাহ সুবহানাহু তায়া’লা সদগায়ে জারিয়া হিসেবে কবুল করে নিক।
June 28, 2022
লেখকের জীবনী
ইমাম হারেস মুহাসেবি র. (Imam Hares Muhasebi Rh.)
ইমাম হারেস মুহাসেবি র.