ডক্টর মুহম্মদ শাহজাহান মিয়ার জন্ম ১৯৫৩ খ্রিষ্টাব্দে, টাঙ্গাইল জেলার সদর উপজেলার পাকুল্লা’-গ্রামে। বি.এ. (অনার্স)- শ্রেণীতে অধ্যয়নকালে দেশের সশস্ত্র স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ, ভারতে উচ্চতর । সামরিকপ্রশিক্ষণলাভ এবং যুদ্ধক্ষেত্রে নানা সঙ্কটজনক পরিস্থিতিতে নিপতিত হয়েও ভাগ্যক্রমে প্রাণ নিয়ে ঘরে ফেরা। ১৯৭৪ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম. এ. - ডিগ্রিলাভ। ঢাকা বিশ্ববিদ্যালয় পুথিশালার ‘গবেষণা অফিসার’ ও ‘পাণ্ডুলিপি সংরক্ষক’-পদে প্রায় এগারবছরব্যাপী চাকরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ‘প্রভাষক’পদে যােগদান (১৯৮৮ খ্রি.), বর্তমানে ‘অধ্যাপক পদে কর্মরত। ১৯৯৪ খ্রিষ্টাব্দে ভারতসরকারের একবছরমেয়াদি ‘সার্কফেলােশিপ’প্রাপ্তি। ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে, ১৯৯৬ খ্রিষ্টাব্দে, ডি. লিট ডিগ্রিলাভ। এছাড়া তিনি ব্যাকরণতীর্থ-উপাধিও পেয়েছেন। গবেষণায় বিশেষ অবদানের জন্য ঢাকাস্থ ‘টাঙ্গাইলজেলাসমিতি’-কর্তৃক স্বর্ণপদকে ভূষিত (২০০২ খ্রি.)।