Loading...
মাওলানা লিয়াকত আলী মাসউদ
লেখকের জীবনী
মাওলানা লিয়াকত আলী মাসউদ (Maulana Liaquat Ali Masood)

অনুবাদক বন্ধুবর মাওলানা লিয়াকত আলী মাসউদ সাহেব ক্বওমি অঙ্গনের সুপরিচিত মুখ। প্রায় দুই যুগ ধরে অত্যন্ত কৃতিত্বের সাথে তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়াতে হাদীস, তাফসীর ও ফিক্বহের কিতাবসমূহের দরস দিয়ে আসছেন। তিনি বি-বাড়িয়ার বড় হুজুর (রহ.), মুফতি নূরুল্লাহ (রহ.) আল্লামা নূর হুসাইন কাসেমী (রহ.) ও আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ (দা.)-এর প্রত্যক্ষ ও পরোক্ষ তত্ত্বাবধানে বেড়ে উঠেছেন। হক হক্কানিয়্যাতের আলমবরদার দারুল উলূম দেওবন্দেও কৃতিত্বের সাথে পড়া-লেখা করেছেন। আমার জানামতে, তিনি দেওবন্দী চিন্তা–চেতনার ব্যাপারে আপসহীন এবং আকাবির আসলাফের আদর্শের নিষ্ঠাবান প্রচারক। পীরে কামেল মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দী (দা. বা.) আমাদের ভারত পাকিস্তান ও বাংলাদেশের আলেম সমাজে সমাদৃত ও সর্বজনশ্রদ্ধেয়। তাঁর রচিত نماز كے اسرار و رموز -এর-ই অনুবাদ ‘নামায: জানা অজানা তত্ত্ব ও রহস্য’। আমি এর বহুল প্রচার কামনা করি। পাশাপাশি রাব্বে কারীমের সমীপে বিনীত নিবেদন, তিনি যেন আমাদের সবাইকে সালাতের প্রতি আরও বেশি যত্নবান হওয়ার তাওফীক দেন। আমীন।