Loading...
জান্নাত এ ফেরদৌসি
লেখকের জীবনী
জান্নাত এ ফেরদৌসি (Jannath a Ferdoushi)

স্কুলে পড়াকালীন সময়ে বাবা মােঃ ফজলুল। হক ভূইয়া এবং মা মিসেস খালেদা হক এর। উৎসাহে সঙ্গীত চর্চা শুরু করেন। বর্তমানে ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে শিক্ষকতার। সাথে যুক্ত আছেন। তিনি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের নিয়মিত শিল্পী। বেঙ্গল ফাউন্ডেশন থেকে তার প্রকাশিত এ্যালবামএর শিরােনাম ‘নীল যমুনার জল ষ্টেপ মিডিয়া থেকে এ্যালবাম-এর শিরােনাম ‘সবার বাসরে ভালাে’। আধুনিক গান, হারানাে দিনের গান করেছেন বিভিন্ন মিক্সড এ্যালবামে। কণ্ঠ দিয়েছেন ‘জাগরণের গানে। সঙ্গীত পরিচালনার কাজ করেছেন ‘কুসুম কথা' টেলিফিল্মে এবং ডকুমেন্টারি ফিল্ম ‘দি আলটিমেট জিহাদ' (THE ULTIMATE JIHAD)।

জান্নাত এ ফেরদৌসি এর বইসমূহ