Loading...
আবু নাছের টিপু
লেখকের জীবনী
আবু নাছের টিপু (Abu Naser Tipu)

আবু নাছের টিপু বাংলাদেশ সিভিল সার্ভিস তথ্য ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা। শিক্ষা ও সমসাময়িক উন্নয়ন এবং গভর্নেন্স ইস্যুতে লিখছেন নিয়মিত। ছাত্রজীবন থেকেই লেখালেখি, পেয়েছেন জাতীয় পর্যায়ে পুরস্কার। জন্ম ১৯৭৩ সালে, নােয়াখালীর সেনবাগ উপজেলার মইজদীপুর গ্রামে। পড়াশুনা করেছেন অর্থনীতিতে। নরওয়ে সরকারের বৃত্তি নিয়ে পাবলিক পলিসি অ্যান্ড গভর্নেন্স বিষয়ে এবং জাপানের গ্রিফস থেকে বিশ্বব্যাংক ও মাল্টিডােনার ট্রাস্ট ফান্ডের বৃত্তি নিয়ে ম্যাক্রোইকোনােমিক পলিসি বিষয়ে এমএস করেছেন। কাজ করছেন সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সিনিয়র তথ্য কর্মকর্তা পদে। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব পদে দায়িত্ব পালন করেন। মাঠ পর্যায়ে বান্দরবান, পার্বত্য জেলা ও চট্টগ্রাম ছাড়াও কাজ করেছেন শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সিনিয়র তথ্য কর্মকর্তা পদে।

আবু নাছের টিপু এর বইসমূহ