Loading...
যুথিকা বড়ুয়া
লেখকের জীবনী
যুথিকা বড়ুয়া (Juthika Barua)

যুথিকা বড়ুয়া কবি ও গল্পকার যুথিকা বড়ুয়া'র জন্ম, শিক্ষা , দীক্ষা, বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের কলকাতায়। দেশের বাড়ি বাংলাদশের চট্টগ্রামের শ্রীপুর জৈষ্ঠপুরা গ্রামে।লেখিকা যুথিকা বড়ুয়া কৈশোর বয়স থেকে বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত। এর পাশাপাশি উচ্চাঙ্গসঙ্গীতে হাতে খড়ি দিয়ে ক্রমান্বয়ে নিরলস চর্চায় র্সব ভারতীয় উচ্চাঙ্গসঙ্গীতে প্রথম স্থান অধিকার করে র্স্বণপদক লাভ করেন। এছাড়াও ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে ডিপ্লোমা প্রাপ্ত করনে। বর্তমানে তিনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। বাংলা ও হিন্দি ভাষায় তাঁর নিজস্ব একাধিক গানের এ্যালবাম দেশে-বিদেশে সমাদৃত। লেখিকা যুথিকা বড়ুয়া উচ্চ মাধ্যমকি পাশ করেই পরম পূজনীয় মাতা-পিতার ইচ্ছানুসারে ১৯ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবনে প্রবেশ করেন। সেখান থেকে দীর্ঘ সময় অতক্রিম করে ১৯৯৩ সালে পারিবারিক সূত্রে পারি জমায় কানাডার টরোন্টো শহরে। সৌভাগ্যক্রমে ১৯৯৮ সালের অক্টোবর মাসে বাংলা সাহিত্য জগতে একজন বিশিষ্ট গবেষক এবং কিছু লেখক গোষ্ঠির সংর্স্পশে যাবার সুযোগ পায়। যাদের প্রেরণায় এবং উৎসাহে বাংলা সাহিত্য জগতে প্রথম পদার্পন করনে ১৯৯৯ সালের নভেম্বর মাসে। এটি তাঁর লেখা একাধকি গল্পের মধ্যে বাছাই করা পাঁচটি গল্পের সমন্বয়ে প্রথম প্রিন্টেড পুস্তক “নানান রঙের যাপিত জীবন”। বর্তমানে লেখিকা যুথিকা বড়ুয়া সাহিত্য ও সঙ্গীত জগতে নিজকে নিয়োজিত রেখেছেন। আজীবন সাহিত্যের মধ্যেই থাকতে চান।

যুথিকা বড়ুয়া এর বইসমূহ