Loading...
ফাতেমা ফরিদ
লেখকের জীবনী
ফাতেমা ফরিদ (Fatima Forid)

ফাতেমা ফরিদের পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কেশিয়াডাঙা গ্রামে। জমিদার পরিবারে জন্ম তাঁর । পিতা-বদরুদ্দোজা মিঞা, মাতা-জাহানারা বেগম। আশির দশক থেকে তিনি লেখালেখি শুরু করেন। ইতিমধ্যেই কবিতা ও গদ্যগ্রন্থ মিলে তার সর্বমােট উনত্রিশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। অনেক লেখা যৌথগ্রন্থে স্থান পেয়েছে। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার। বাংলা ভাষা সাহিত্য-সংস্কৃতি চর্চা কেন্দ্র, লেখিকা সংঘ ও বাংলা একাডেমির সদস্য। পদ্মরাগ সাহিত্য সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি। ২০০৮ সালে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র থেকে “মােহাম্মদ ইউসুফুল্লাহ স্মৃতি পুরস্কার পেয়েছেন। ২০০৯ সালে তিনি জসীম উদ্দীন স্বর্ণপদক পুরস্কার পেয়েছেন। একাত্তর মিডিয়াভিশন কর্তৃক ২০১১ সালে মাদার তেরেসা। সাইনিং এ্যাওয়ার্ড পেয়েছেন। ২০১১ সালে। ডেইলী স্টার কর্তৃক লিরিক কনটেষ্ট সেলিব্রেটিং লাইফ পুরস্কার পেয়েছেন এবং ২০১১ সালে নবকল্লোল কর্তৃক নজরুল সম্মাননা পেয়েছেন।