Loading...
মেহদী হাসান সানি
লেখকের জীবনী
মেহদী হাসান সানি (Mehedi Hasan Sunny)

মেহেদী হাসান সানি। জন্ম ৩রা অক্টোবর। ১৯৮৮ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় নানা বাড়িতে। গ্রামের বাড়ি পিরােজপুর জেলার কাউখালি উপজেলার ফলইবুনিয়া গ্রামে। এই গ্রামের প্রকৃতির সান্নিধ্যে অপূর্ব। একটা শৈশব, কৈশাের কেটেছে তার। ছােটবেলা থেকেই গল্প, উপন্যাস আর ক্রিকেটের প্রতি প্রবল নেশা ছিল। স্বপ্ন ছিল। বড় হয়ে ক্রিকেটার হবার। স্থানীয় জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি এবং পিরােজপুর সরকারী সােহরাওয়ার্দী কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন। সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর। করেছেন পদার্থ বিজ্ঞানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। থেকে। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং-এ এম এস করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। বৃষ্টি, জ্যোৎস্না, অরণ্য খুব প্রিয়। বৃষ্টির মধ্যে অরণ্যের ভিতর হাঁটাহাঁটি করা খুব পছন্দের বিষয়। শহরের সন্ধ্যাবেলার বৃষ্টিও খুব। উপভােগ করেন। নিজ গ্রামের কচা নদীর ধারে। বসে জ্যোৎস্না উপভােগ খুব টানে তাকে। এস্ট্রোফিজিক্স, পিরামিড, পাহাড়, দ্বীপ ও আমাজান বন তার আগ্রহের বিষয়। আইনস্টাইনের একটি কথা খুব পছন্দ তার “যা কিছু কল্পনা করা যায় তাই বাস্তব”।

মেহদী হাসান সানি এর বইসমূহ