Loading...
কাজী তাসমীন আরা আজমিরী
লেখকের জীবনী
কাজী তাসমীন আরা আজমিরী (Kazi Tasmin Ara Ajmery)

কাজী তাসমীন আরা আজমিরী জন্মগ্রহণ করেন ১৯৭১ সালের ১৭ মে ফরিদপুর জেলার ঝিলটুলীতে তাঁর পৈত্রিক বাড়ি ‘আমেনা মঞ্জিল’-এ। তাঁর শৈশব এবং কৈশোর কেটেছে কুমার নদ বিধৌত ছায়া সুনিবিড় শান্তির নীড় ফরিদপুর শহরে। স্কুল এবং কলেজের গন্ডিপেরিয়ে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। মাস্টার্সের রেজাল্টের জন্য স্বর্ণপদকও পান। দ্বিতীয় মাস্টার্স অর্জন করেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি নিজ ডিপার্টমেন্টে প্রভাষক হিসেবে যোগদান করেন। প্রশাসনে থেকে দেশকে বেশি সেবা দেয়া যাবে এ ব্রত নিয়ে বিসিএস পরীক্ষা সম্পন্ন করে সরকারি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি সরকারের উচ্চতর পদে কর্মরত আছেন। স্কুলে পড়াকালীন সময় থেকেই তাঁর লেখালেখির শুরু। ‘সাদা পাঞ্জাবির একজন’ তাঁর প্রকাশিত প্রথম বই। জীবনসঙ্গী ফোরকান বিন কাশেম একজন প্রকৌশলী। দুই সন্তান নুবায়রা ও নাফিস বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে।