Loading...
খোরসেদ আলম
লেখকের জীবনী
খোরসেদ আলম (khorshed alam)

খোরসেদ আলম, জন্ম ১৯৮১ সালের ৭ মার্চ। নওগাঁ জেলার নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নের মহিশো গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয় সাদাপুর খড়িবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে মেধাতালিকায় স্থানসহ কৃতিত্বের সাথে এসএসসি পাস করে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে এখন বিএসএমএমইউতে স্নাতকোত্তরে অধ্যায়নরত। নবম শ্রেণিতে পড়াশোনা করা অবস্থায় বাংলাদেশ বেতারে নাটক রচনা প্রতিযোগিতায় পুরস্কৃত হন। প্রথম আলো বন্ধুসভায় অনেকদিন লেখালেখিতে জড়িত ছিলেন। ছাত্র জীবন থেকেই তিনি দেশি-বিদেশি পত্র-পত্রিকা ও জার্নালে অনেক প্রবন্ধ ও অন্যান্য লেখা লিখছেন। ২০২২-এ অমর একুশে বই মেলায় ‘নির্বাসিত নরকে' লেখকের প্রকাশিত প্রথম উপন্যাস। লেখকের প্রকাশিত আরেকটি বই ‘দত্তক' (গল্প সমগ্র) ২০২২-এ অমর একুশে বই মেলায় লিপিকর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। দুই ছেলে আহ্নাফ, আরহাম, এক মেয়ে আইজাহ্ ও স্ত্রী আসমা উল হুসনা পূর্ণিকে নিয়ে ঢাকায় স্থায়ীভাবে বাস করেন।