Loading...
নাফিউল ইসলাম
লেখকের জীবনী
নাফিউল ইসলাম (Nafiul Islam)

ইঞ্জিনিয়ার এ জেড এম নাফিউল ইসলাম; লেখক নাম নাফিউল ইসলাম। ১৯৭০ সালের ২০ জুলাই, রাজশাহী জেলার মােহনপুর থানার ওসি কোয়ার্টারে জন্মগ্রহণ করেন । তার মাতামহ, প্রয়াত কামরুজ্জামান আকন্দ, ওই থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। নাফিউল ইসলামের পৈত্রিক নিবাস নাটোর জেলার সিংড়া উপজেলার লালাের গ্রামে। তার প্রপিতামহ মজিরউদ্দিন আহমেদ, বৃটিশ ভারতের বেঙ্গল পুলিশের ডিএসপি এবং পিতামহ আবু মােহাম্মদ নূরউদ্দিন, বৃটিশ ভারত; পরবর্তীকালে পূর্বপাকিস্তান সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। ছিলেন। তার পিতা নূরুল ইসলাম ব্যাংকার ছিলেন। মাতা নাজমা ইসলাম একজন সুগৃহিনী। নাফিউল ইসলাম লালাের সরকারি প্রাথমিক বিদ্যালয়; নাটোর সরকারি উচ্চ বিদ্যালয়; ও নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে শিক্ষাগ্রহণ শেষে ঢাকায় বুয়েটে ভর্তি হন। ১৯৯৫ সালে বুয়েট থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৭তম বিসিএস-এর মাধ্যমে ১৯৯৮ সালে পুলিশে এএসপি হিসেবে যােগদান করেন । চাকরিরত অবস্থায়-২০১৪ সালে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ হতে ‘মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত আছেন।