Loading...
লিলি আরা রহমান
লেখকের জীবনী
লিলি আরা রহমান (Lili Ara Rahman)

লিলি আরা রহমান-এর জন্ম ১৯৪৮ সালের ২৮ জুলাই এক শিক্ষিত মুসলিম পরিবারে ব্রাহ্মণবাড়িয়ার মাহতাব মঞ্জিলে’ । পিতা আব্দুল হাই, মাতা সাফিয়া বেগম । ৫ বছর বয়সেই তার শিক্ষাজীবন শুরু। ব্রাহ্মণবাড়িয়া সরকারী বালিকা বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন । ব্রাহ্মণবাড়িয়া কলেজে ভর্তির কিছুদিন পরেই তার বিয়ে হয়ে যায়। স্বামী লুৎফুর রহমান, রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন । এরপর স্বামীর তত্ত্বাবধানেই লেখাপড়া । ১৯৯৩ সালের ৪ জুলাই স্বামী লুঙ্কুর রহমানের মৃত্যুর পর সংসারের হাল ধরতে হয় তাকে। পরবর্তী দশ বছর সংসার সামলানাের সুকঠিন সংগ্রাম আর কঠোর পরিশ্রমে অসুস্থ হয়ে পড়েন। দেশে-বিদেশে চার বছর চিকিৎসার পরে সুস্থ হলে তিনি হাতে কলম তুলে নেন । লেখেন তিনটি উপন্যাস আর মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে একটি আত্মজৈবনিক রচনাপথ চলা...'৭১ । প্রকাশিত উপন্যাস আমি ভালােবাসি, বসন্ত উত্তর। সম্প্রতি লিখেছেন মুক্তিযুদ্ধের প্রামাণ্য ইতিহাস-নির্ভর একটি গ্রন্থ । যা অচিরেই আলাের মুখ দেখবে । অসুস্থ শরীরে লেখালেখিই তার বেঁচে থাকার অন্যতম প্রেরণা।