Loading...
মানজুলুল হক
লেখকের জীবনী
মানজুলুল হক (Manjulul Haque)

লেখক পরিচিতি- মানজুলুল হক ২৮ অক্টাবর পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করন। বর্তমানে তিনি সরকারি তিতুমীর কলেজে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছেন। বাবা (মত) সিরাজুল হক। মা সৈয়দা হোসনেয়ারা। মানজুলুল হকের শৈশবের পুরোটা সময় কাটে পিরোজপুরে। শহরের পাশ দিয়ে বয়ে চলে এক নদী, নদীর নাম বলেশ্বর। শহরের এই নদীটি তার খুবই প্রিয়। সময় পেলে তিনি ছুটে যান পিরোজপুরে তার শহরে যেখানে তার শৈশবের সকল স্মৃতি দৃশ্যমান। নিজেকে খুবই সামান্য একজন মানুষ হিসেবে পরিচয় দেয়া মানজুলুল গল্প বলতে পছন্দ করেন। তার মতে, গল্পের মাঝেই জীবনের সবকিছু খুঁজে পাওয়া যায়। ‘তবুও সন্ধ্যা’ মানজুলুল হকের প্রথম উপন্যাস। ইতিপূর্বে ঘাসফুল প্রকাশনী থেকে প্রকাশিত লেখকের একক গল্পের বই ‘এবং একটি চন্দ্র’ পাঠকপ্রিয়তা লাভ করেছে।