Loading...
শামসুদ্দিন পেয়ারা
লেখকের জীবনী
শামসুদ্দিন পেয়ারা (Samsuddin Payara)

শামসুদ্দিন আহমেদ পেয়ারা। জন্ম ২৭ মার্চ ১৯৫০। রাজনীতির সাথে জড়িত ১৯৬২-র শিক্ষা আন্দোলন থেকে। তারপর ১৯৬৬-৬৭-র ৬-দফা আন্দোলন, ১৯৬৯-এর ১১-দফা আন্দোলন পেরিয়ে ১৯৭১-এ মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের প্রথম পর্বে বিএলএফ-এর। পরশুরাম, ফুলগাজি, ছাগলনাইয়া ও সােনাগাজি থানার কোম্পানি কমান্ডার। দ্বিতীয় পর্বে শেখ ফজলুল হক মণি ও মেজুর জেনারেল সুজন সিং উবান-এর নেতৃত্বে মিজোরামের দেমাগিরি থেকে পরিচালিত পার্বত্য চট্টগ্রাম মুক্ত করার অভিযানে অংশগ্রহণ। ১৯৭২-'৭৫ মেহনতি মানুষের মুখপত্র দৈনিক গণকণ্ঠ’ ও পরে নানা সংবাদপত্রের সাথে সংযুক্তি। শেষ দিকে জাতিসংঘ শিশু তহবিলে কাজ করে কর্মজীবনের পরিসমাপ্তি। ১৯৬৬ সাল থেকে ১৯৮১ পর্যন্ত সিরাজুল আলম খানের ঘনিষ্ঠ সহযােগী হিসাবে তাঁর নেতৃত্বাধীন রাজনীতির কর্মী ছিলেন। বর্তমানে মােহমুক্ত।