Loading...
ড. মাহমুদ হাসান
লেখকের জীবনী
ড. মাহমুদ হাসান (Dr. Mahmud Hasan)

ড. মাহমুদ হাসান একজন মেডিক্যাল শিক্ষক ও বিশেষজ্ঞ চিকিত্সক। ১৯৬৯ সালে এম,বি,বি,এস পরীক্ষায় প্রথমস্থান ও ১৯৭৫ সালে এফ,সি,পি,এস পরীক্ষায় স্বর্ণপদকসহ প্রথমস্থান অধিকার করেন। তিনি যুক্তরাজ্যের এডিনবরায় গ্যাস্ট্রোএন্টারলজীতে (পরিপাকতন্ত্র ও লিভারের রােগ) প্রশিক্ষণ নেন। এই বিষয়ে গবেষণা করে ১৯৮২ সালে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পি,এইচ,ডি অর্জন করেন। ১৯৮৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন ইনস্টিটিউট অফ পােস্টগ্র্যাজুয়েট মেডিসিন এন্ড রিসার্চ (যা পরবর্তীকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়) স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষকতা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ও পরবর্তীতে উপাচার্য ছিলেন। বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক। সম্মেলনে আমন্ত্রিত বক্তৃতা দিয়েছেন। বিভিন্ন সময়ে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান, বাংলাদেশ কলেজ অফ। ফিজিশিয়ান’স ও সার্জন'স-এর সভাপতি, বাংলাদেশ মেডিক্যাল এসােসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারলজী সােসাইটির সভাপতি ছিলেন। তিনি ২০১৭ সালে রাষ্ট্রীয় সম্মাননা “একুশে পদক লাভ করেন।