Loading...
ড. আবদুল ওয়াহাব
লেখকের জীবনী
ড. আবদুল ওয়াহাব (Dr. Abdul Oyahab)

আবদুল ওয়াহাব ১৯৫৫ সালের ২৫ আগস্ট সিরাজগঞ্জ জেলার উলাপাড়া থানার চরতারাবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়। থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি ও ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি। ২০০৫ সালে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। তাঁর উল্লেখযােগ্য কয়েকটি প্রকাশনা : বাংলাদেশের লােকগীতি, বাংলার লােকবাদ্য, বাংলাদেশের লােকগীতি : একটি সমাজতাত্ত্বিক অধ্যয়ন (তিন খণ্ড), লালন-হাসান : জীবন-কর্ম-সমাজ, ফোকলাের। মানবতাবাদ ও বঙ্গবন্ধু, ছােটদের বঙ্গবন্ধু, মহাত্মা। লালন : মানবতাবাদ ও সংগীত, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ : রাষ্ট্রতত্ত্ব ও বাঙালির স্ব-শাসন। বর্তমানে তিনি রেজিস্ট্রার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। ইতিপূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে অতিথি শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফোকলাের বিভাগে ও উত্তরা। বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে খণ্ডকালীন শিক্ষক ছিলেন। তৎপূর্বে বাংলা একাডেমির পাঠ্যপুস্তক বিভাগের পরিচালক এবং বাংলা একাডেমি পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী জেবুন নাহার একটি বেসরকারি কলেজের সহকারী অধ্যাপক ও সংগীত শিল্পী। তাদের দুই সন্তান। ছেলে আবু মােহাম্মদ জুবেরি জ্যোতি সহকারী ইঞ্জিনিয়ার, ডিপিডিসি, মেয়ে নুজহাত জাহান জয়িতা লেদার টেকনােলজি ইনিস্টিটিউটে অধ্যয়নরত।

ড. আবদুল ওয়াহাব এর বইসমূহ