Loading...
ওয়াহিদউদ্দিন মাহমুদ
লেখকের জীবনী
ওয়াহিদউদ্দিন মাহমুদ (Wahiduddin Mahmud)

ওয়াহিদউদ্দিন মাহমুদ : কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি (১৯৭৭)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক হিসাবে অবসর গ্রহণের পর বর্তমানে ঢাকাস্থ ইকোনমিক রিসার্চ গ্রুপের চেয়ারম্যান। বিদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থায় ভিজিটিং পদে কাজ করেছেন। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির সদস্য, গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পরিচালনা পর্ষদের সদস্য ও সাউথ এশিয়া নেটওয়ার্ক অব ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউটসের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে একাধিক আন্তর্জাতিক গবেষণা উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট আছেন। ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। উন্নয়ন অর্থনীতির বিভিন্ন বিষয়ে তাঁর রচিত গবেষণা গ্রন্থাবলী ও প্রবন্ধসমূহ আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়েছে।