Loading...
এ কে এম আতিকুর রহমান
লেখকের জীবনী
এ কে এম আতিকুর রহমান (A k am atikur rahaman)

এ. কে. এম. আতিকুর রহমান ১৯৫৪ সালের ৩১শে ডিসেম্বর শরিয়তপুর জেলার জাজিরা থানায় জন্মগ্রহণ করেন। তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের একজন সদস্য ছিলেন। তিনি ইতালি, সেনেগাল, হংকং, ভুটান ও মালয়েশিয়ায় কূটনৈতিক দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পরিসংখ্যানে বিএসসি (সম্মান) ও এমএসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বিষয়ে এমফিল ডিগ্রি অর্জন করেন। তিনি ফ্রান্সের আন্তজাতিক লােক প্রশাসন ইনস্টিটিউটে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ে পড়াশুনা করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকেও গ্রাজুয়েশন করেছেন। আতিকুর রহমান বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার। তার বেশ কিছু কবিতা, প্রবন্ধ ও গল্প বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়েছে। রাষ্ট্রদত আতিকুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন বীর মুক্তিযােদ্ধা। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য তিনি পাবলিক এ্যাফেয়ার্স এশিয়া, হংকং আয়ােজিত ‘দি গােল্ড স্ট্যান্ডার্ড এ্যাওয়ার্ড ২০১৪' অর্জন করেন। প্রকাশিত বই: চারুকলা পরিচিতি, সেই দিন সেই স্মৃতি, নির্বাচিত গান (নয় খণ্ড), Bangladeshi Migrant Workers in the Gulf: Prospects and Future Challenges, তুন ড, মাহাথির ও আধুনিক মালয়েশিয়া, অনুপ্রাণন, মাটি মানুষ মন (প্রথম খণ্ড), মিশরের পথে প্রান্তরে, দেখা অদেখার অনুভূতি, অবধারণ, ইদুরের আক্রোশ, বিড়ালের অভিমান, ছােট্ট অতিথি, আজগুবি ইত্যাদি।।

এ কে এম আতিকুর রহমান এর বইসমূহ